৪ এপ্রিল বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে ভারসেটাইল ট্রাভেলস আনন্দ আলো ভ্রমণ সাহিত্য পুরস্কার প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমবারের মত এই পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখিকা গীতালি হাসান। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বিশিষ্ট ভ্রমণ লেখক ইফতেখারুল ইসলাম, ফরিদুর রহমান, ভ্রমণ গদ্যের সম্পাদক মাহমুদ হাফিজ-সহ অন্যান্য অতিথিবর্গ গীতালি হাসানের হাতে পুরস্কার তুলে দেন।
স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। আরও বক্তৃতা করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ভারসেটাইল ট্রাভেলস এর পরিচালক তাহসিন আরবিদ এবং আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। উল্লেখ্য, একুশে বইমেলায় প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত ক তে কাশ্মীর, ক তে ক্রাবি গ্রন্থের জন্য গীতালি হাসান এই পুরস্কার পেলেন।