তারেক মাহমুদ
………………….
কি ভয়ানক তীব্রতা নিয়ে তৈরি হচ্ছে ভাত
এই যে আগুন জ্বলছে আগুন
উষ্ণ পানির কী শক্তি
এই আগুন আর পানির যে তীব্র আন্দোলন
এই তীব্র আন্দোলনে তৈরি হচ্ছে
বাঙালির প্রধান আহার ভাত
আহ!
কি দারুন বিপ্লব
টগবগ করে ফুটছে পানি
এ যেন হৃদয়ের এক একটি স্ফুলিঙ্গ
ধবধবে সাদা ভাত
তোমার কী তীব্রতা
তোমার কি ভয়ানক শক্তি
তাড়াতাড়ি তৈরি হও
তোমার বিপ্লবী তেজ দিয়ে
আমার জন্য আহার হয়ে এসো
প্রিয় ভাত
কৃষকের ধান উৎপাদন থেকে চাল হয়ে
কত পথ পেরিয়ে
তারপর তুমি এসেছো আমার চুলায়
হে প্রিয় ভাত
ধবধবে সাদা ভাত
তোমাকে অভিবাদন
.
২০.০৮. ২০২৩। রামপুরা ঢাকা।