শীতকালে সকালের হাঁটা একটি ভালো অভ্যাস। কিন্তু অনেক সময় আমরা দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে সকালে হাঁটতে যাওয়ার সময় কিছু ভুল করে ফেলি, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে এটি আমাদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে।
কোন কাজগুলো সকালে হাঁটতে যাওয়ার আগে করা উচিত নয়, যা শরীরের জন্য ক্ষতি করতে পারে।চলুন জেনে নেওয়া যাক।
ঠাণ্ডা পানি পান
সকালে হাঁটার আগে কখনো ঠাণ্ডা পানি পান করা উচিত নয়। শীতকালেও অনেকের ফ্রিজের পানি খাওয়ার অভ্যাস থাকে। এটি অনেকের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে।
চা কফি পান
চা বা কফি খাওয়া উচিত নয়। সকালের হাঁটার আগে কখনো চা-কফি পান করা উচিত নয়। এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর। এটি হাঁটার পর পান করতে পারেন।
অনেকে আছেন যারা সকালে হাঁটতে যাওয়ার আগে চা কফি পান করেন। বিশেষজ্ঞরা জানান, এটি শরীরের জন্য ক্ষতিকর। কারণ শীতকালে গরম কিছু পান করার পর ঠাণ্ডা আবহাওয়ায় হাঁটতে যান, এটি শরীরের ওপর প্রভাব ফেলে। এ ছাড়া এর ফলে হার্টের সমস্যাও হতে পারে।
গোসল করা
সকালে গোসল করে মাথা ভেজা রেখে হাঁটা উচিত নয়। অনেকের হাঁটলে গরম অনুভূত হয়, যার ফলে মাথা ভিজিয়ে গোসল করে হাঁটেন। আবার হাঁটার পর গোসল করেন। বিশেষজ্ঞরা জানান, এটি শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এর জন্য সর্দি-কাশি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া এটি মস্তিষ্কের স্নায়ুর জন্যও খুবই বিপজ্জনক।