এমন পরিস্থিতিতে সঠিক ত্বকের যত্নের রুটিন গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু ত্বকের যত্নের পণ্য যেমন ক্লে মাস্ক, শীতকালে ত্বকের উপকারের পরিবর্তে ক্ষতি করতে পারে।
ত্বকের যত্নে ক্লে মাস্ক ভীষণ উপকারী। ত্বক থেকে অতিরিক্ত তেল ও ময়লা অপসারণে ক্লে মাস্ক কার্যকর।তবে শীতকালে এগুলো ব্যবহার করা ত্বকের জন্য সঠিক নাও হতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, শীতকালে ক্লে মাস্ক ব্যবহার করলে ত্বকের কী কী সমস্যা বেড়ে যায়-
ত্বকের অতিরিক্ত টানটান ভাব
ক্লে মাস্ক লাগানোর পর ত্বক টানটান অনুভূত হয়। শীতকালে এই স্ট্রেচিং ত্বকের স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করতে পারে এবং বলিরেখা সৃষ্টি করতে পারে।
ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হ্রাস
ক্লে মাস্ক ত্বক থেকে প্রাকৃতিক তেল বের করে দেয়, ফলে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা কমে যায়।শীতকালে যখন ত্বক ইতোমধ্যেই নিস্তেজ থাকে, তখন ক্লে মাস্ক লাগানো এটিকে আরো নিস্তেজ দেখাতে পারে।
লালচে ভাব ও ফুসকুড়ি
শীতকালে ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। ক্লে মাস্ক ত্বকের লালচেভাব ও ফুসকুড়ি সৃষ্টি করতে পারে।
বিশেষ করে শীতের দিনে যদি এটি বারবার ব্যবহার করেন তবে সমস্যা বাড়িয়ে তুলবে।
ত্বকের আর্দ্রতা হারানো
ক্লে মাস্ক ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করতে কাজ করে।
শীতকালে ত্বক এমনিতেই শুষ্ক থাকে, তার ওপর ক্লে মাস্ক লাগানো ত্বকের প্রাকৃতিক আর্দ্রতাও নষ্ট করে দিতে পারে। যার কারণে ত্বক শুষ্ক ও প্রাণহীন বোধ করতে শুরু করে।
ত্বকের জ্বালা ও চুলকানি
শীতকালে এমনিতেই ত্বক সংবেদনশীল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে ক্লে মাস্ক ত্বকে জ্বালা বা চুলকানির কারণ হতে পারে। বিশেষ করে ত্বক যদি শুষ্ক বা সংবেদনশীল হয়, তাহলে এই সমস্যা আরো গুরুতর হয়ে উঠতে পারে।
শীতের ত্বকের যত্নের টিপস
- শীতকালে ত্বককে আর্দ্র রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- ত্বকের অতিরিক্ত শুষ্ক হওয়া রোধ করতে হালকা ফেসওয়াশ ব্যবহার করুন।
- মুখ ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন, যাতে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট না হয়।
- ক্লে মাস্কের পরিবর্তে এমন মাস্ক ব্যবহার করুন, যা ত্বককে হাইড্রেশন প্রদান করে।
শীতকালে ক্লে মাস্ক বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা উচিত। যদি আপনার ত্বক এমনিতেই শুষ্ক বা সংবেদনশীল হয়, তাহলে ত্বকের যত্নের রুটিন থেকে ক্লে মাস্ক বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। শীতকালে সর্বদা এমন পণ্য বেছে নিন, যা আপনার ত্বকের চাহিদা পূরণ করে এবং এটিকে সুস্থ করে তোলে।