চলছে প্রেমের মাস। কাল থেকে শুরু হবে যুগলদের প্রেম ঘটিত নানা দিবস। এই দিবসগুলোর তালিকার সবার প্রথমে রয়েছে ‘রোজ ডে’ মানে গোলাপ দিবস। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালন করা হয়। ভালোবাসার সঙ্গে গোলাপের সম্পর্কে বহুদিনের। প্রিয়জনকে লাল গোলাপ দিয়ে ভালোবাসার কথা জানানো হয়।
গোলাপকে বলা হয় ফুলের রানী। ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে গোলাপ দিয়ে থাকেন। কিন্তু গোলাপ তো অনেক রঙেরই হয়। তাহলে প্রেম প্রকাশ করতে কেবল লাল রঙের গোলাপ কেন ব্যবহার করা হয়। এর নেপথ্যে কী কারণ রয়েছে?
লাল গোলাপকে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। একইসঙ্গে লাল রঙ গভীর ভালোবাসার প্রতীক। কথিত আছে যে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয় বেগম নূরজাহান লাল গোলাপ খুব পছন্দ করতেন। তাই, তিনি নূরজাহানকে খুশি রাখার জন্য প্রতিদিন একটি করে তাজা গোলাপ ফুল দিতেন।
এছাড়াও, রানী ভিক্টোরিয়া তার স্বামী প্রিন্স অ্যালবার্টের প্রতি ভালোবাসা প্রকাশ করার সময় তাকে গোলাপের তোড়া উপহার দিয়েছিলেন। বেশ কয়েকটি রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, তখন থেকেই রোজ ডে পালিত হচ্ছে।
লাল গোলাপের বিশেষত্ব কী?
লাল গোলাপকে ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক বলা হয়। এর বিশেষত্ব হলো লাল রঙ। যা শক্তি, আকর্ষণ ও গভীর ভালোবাসার প্রতীক। কাউকে লাল গোলাপ দেওয়ার অর্থ সেই ব্যক্তি অপর প্রান্তে থাকা মানুষটির প্রতি মনের গভীর অনুভূতি প্রকাশ করছেন। অনেক সময় লাল গোলাপ একজন ব্যক্তির হৃদয়ের কথা শব্দ ছাড়াই প্রকাশ করে দেয়।
ভালোবাসার মানুষকে উপহার দিন লাল গোলাপ। ভালোবাসা প্রকাশের সহজ মাধ্যম এটি।