চা চুলায় বসিয়ে বেমালুম ভুলে গেছেন। পোড়া গন্ধ নাকে লাগতেই এসে দেখলেন পাত্র পুড়ে কালচে হয়ে গেছে একেবারে। এই পোড়া দাগ কীভাবে দূর করবেন? জেনে নিন টিপস।
- চায়ের পাত্রের ভেতর ও বাইরে ভালো করে বাকিং সোডা লাগিয়ে নিন। পাঁচ মিনিট এভাবে রেখে দিন। তারপর বাসন মাজার স্ক্রাবার দিয়ে পাত্রটি ঘষে পরিষ্কার করে ফেলুন। পাত্রের দাগ উঠে যাবে।
- অর্ধেক লেবু কেটে পোড়া পাত্রে ভালোভাবে ঘষুন। তারপর পাত্রটি গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন।
- বেকিং সো়ডার সঙ্গে ভিনেগার মিশিয়ে পাত্রের গায়ে কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন।
- পোড়া পাত্রে পানি ভর্তি করে তাতে ২ চা চামচ লবণ এবং বাসন পরিষ্কারের তরল সাবান দিয়ে একটু ফুটিয়ে নিন। তারপর আঁচ নিভিয়ে এক ঘণ্টা এভাবেই রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষলেই পোড়া দাগ উঠে যাবে।