যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দাবি করেছেন, তারা এমন একটি রং দেখেছেন, যা এর আগে কখনও মানুষের চোখে দেখা যায়নি। রঙটির নাম দিয়েছেন ‘ওলো’ (Ollo)। এটি এক ধরনের গাঢ় নীল-সবুজ, যা সাধারণ কোনো আলোয় দেখা যায় না।
বিজ্ঞানীরা জানান, নগ্ন চোখে এই রং দেখতে পাওয়া যায় না। বিশেষ ধরনের লেজার আলোক প্রযুক্তির মাধ্যমে চোখের অভ্যন্তরের কোষে আলো ফেলে এই রংটি দেখা গেছে।
গবেষণায় অংশ নিয়েছিলেন পাঁচজন, যাঁদের চোখে রং দেখার ক্ষমতা স্বাভাবিক। তাঁদের মধ্যেই কয়েকজন ছিলেন গবেষক স্বয়ং। এই গবেষণাপত্রটি সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত হয়।
তথ্য অনুযায়ী, এই রং কোনো বস্তু বা সাধারণ আলোয় দেখা সম্ভব নয়, বরং চোখের কোষে আলোর বিশেষ প্রতিক্রিয়ার মাধ্যমে তা উদ্ভাসিত হয়। কিছু বিশেষজ্ঞ অবশ্য একে একেবারে নতুন রং বলতে নারাজ। তাঁদের মতে, এটি মূলত পরিচিত রঙগুলোরই এক প্রকার বিশেষ সংমিশ্রণ এবং আলো ও দৃষ্টিকোষের মিথস্ক্রিয়ার ফসল।
তবে গবেষকরা আশা করছেন, যাঁরা রং চিনতে পারেন না (কালার ব্লাইন্ড), তাঁদের জন্য এই প্রযুক্তি ভবিষ্যতে দৃষ্টিশক্তি উন্নয়নের নতুন দ্বার খুলে দিতে পারে।