টিনজাত খাবার নিয়ে নানা ধরনের কথা প্রচলিত আছে। টিনজাত খাবারের সুবিধা হলো খাবার বহুদিন ধরে সংরক্ষণ করা যায়। খাবারের গায়ে লেখা সময় পার হয়ে গেলে সাধারণত সবাই খাবার ফেলে দেয়। যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার সেখানে জানিয়েছে, টিনজাত খাবার অনেক দিন, প্রায় এক বছর ঠিক থাকে।
টেস্টিং টেবিল নামে একটি অনলাইন পোর্টাল প্রায় ৫৮৮ জন মানুষের ওপর জরিপ চালিয়েছে। জরিপে তারা এই জানতে পেরেছে, টিনজাত মাংস, টমেটো, ফল, বিন যেমন মটরশুঁটি, মরিচ তারা কেনে না।
টেস্টিং টেবিল যাদের জিজ্ঞেসা করেছিল তাতের মধ্যে ৬২ শতাংশ মানুষ টিনজাত মাংস কেনা থেকে বিরত ছিল। ১২ শতাংশ মানুষ বিরত ছিল টিনজাত ফল কেনা থেকে, ১৩ শতাংশ মানুষ বিরত ছিল টিনজাত মরিচ কেনা থেকে এবং যথাক্রমে ৭ ও ৫ শতাংশ টমেটো ও মটরশুঁটি কেনা থেকে বিরত ছিল। এই জরিপের মাধ্যমে বের হয়ে এসেছে মানুষ কোন ধরনের টিনজাত খাবার কেনা থেকে দূরে থাকে।