English

21 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

বোতলের শক্ত ঢাকনা খুলতে পারছেন না, এ ক্ষেত্রে কী করবেন?

- Advertisements -

নিজের অজান্তে বা ভুলে অনেক সময় মসলার বোতলের ঢাকনা শক্ত করে লেগে যায়। আবার যখন রান্না করতে যাবেন পড়বেন বিপদে। এমনভাবে মসলার ঢাকনা লেগে গেছে যে খোলাই যাচ্ছে না। এ ক্ষেত্রে কী করবেন চলুন জেনে নিই।

** বোতলটি ঠিক ৪৫ ডিগ্রি কোণ করে হাতে ধরে নিন। শক্ত কোনো জায়গায় রেখে বোতলের ঢাকনায় আলতো করে আঘাত করুন অথবা বোতলের নিচে ভালো করে ধাক্কা দিন।

** অনেক সময় গরম পানি কাজে আসতে পারে। গরম পানি বোতলের ঢাকনার ওপর ঢালতে থাকুন। তাপের কারণে পদার্থ প্রসারিত হয়ে ঢাকনা আলগা হয়ে যেতে পারে। তখন খুলতে সুবিধা হতে পারে।

** টেপ দিয়ে বোতলের ঢাকনার চারদিক বন্ধ করে দিন। টেপের একাংশ নিজের হাতে রাখুন। এরপর নিজের হাতে থাকা অংশটি হ্যাঁচকা টান দিন। হঠাৎ করে খুলে আসতে পারে।

**খালি হাতে চেষ্টা না করে খসখসে কাপড় দিয়ে খোলার চেষ্টা করে দেখতে পারেন। এতে ঢাকনা খুলে যেতে পারে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন