English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বৃষ্টিতে ভিজে জুতা-মোজায় দুর্গন্ধ? যেভাবে দুর করবেন সহজেই

- Advertisements -
বৃষ্টির দিন এসে গেছে। দিনভর ঘ্যানঘ্যানে বৃষ্টিতে বাড়ি থেকে বের হওয়াই দায়! অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়েই কাকভেজা হচ্ছে মানুষ। জুতা থেকে মোজা, সব ভিজে একেবারে চুপচুপে। সেই জুতা-মোজা পরেই সারাদিন কাটিয়ে দেওয়া।
শেষমেশ ঘরে গিয়ে জুতো খুলতেই বিকট গন্ধ! এই পরিস্থিতির সম্মুখীন অনেকেই হচ্ছেন নিশ্চয়ই? কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না, এই সমস্যা দূর হবে কীভাবে? আজ রইল সেই টিপস। ঘরোয়া কিছু টিপসে খুব সহজেই দূর করতে পারবেন জুতা, মোজার এই বাজে গন্ধ। জেনে নিন তাহলে – 

১) ছোট্ট একটি কাপড়ে অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে ছোট পুটলি বানিয়ে মোজার মধ্যে রেখে দিন। দেখবেন মোজা থেকে দুর্গন্ধ দূর হবে।

২) ন্যাপথোলিন গুঁড়ো করে নিয়ে ট্যালকম পাউডারের সঙ্গে তা মিশিয়ে জুতার মধ্যে ছড়িয়ে দিন। দেখবেন জুতায় আর দুর্গন্ধ হচ্ছে না।

৩) বাড়িতে ফিরেই ভিজে জুতা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর জুতার মধ্যে কিছু পরিমাণ বেকিং সোডা ছিটিয়ে দিন।

পরের দিন জুতার ভিতর ভালো করে মুছে ফেলুন। দেখবেন গন্ধ দূর হয়েছে।’

৪) জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। বাজে গন্ধ একেবারে দূর হয়ে যাবে।

৫) বাড়িতে ফিরে জুতা ধুয়ে হেয়ার ড্রায়ার চালিয়ে হালকা শুকিয়ে নিন। এবার এক টুকরো কাপড় বা তুলো লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

৬) ফুটন্ত জলে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর তা সরিয়ে জুতার ভেতরের অংশ ভাল করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি দূর হবে তাতে থাকা ব্যাকটেরিয়াও।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন