English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

বর্ষায় ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করা উপায়

- Advertisements -

বর্ষাকালে এই রোদ, এই বৃষ্টি! এ সময় আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। বর্ষা মৌসুমে ঘরেও স্যাঁতস্যাঁতেভাবের সৃষ্টি হয়। এছাড়া অনেক সময় বৃষ্টির কারণে ঘরের মধ্যে ভেজা কাপড় শুকানোর কারণে এ গন্ধ আরও প্রকট হয়।

আবার বর্ষার পানি আসার কারণে অনেক সময় জানালা-দরজা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না। সব মিলিয়ে ঘরে ঢুকলেই একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। বর্ষায় ঘরের এমন স্যাঁতস্যাঁতেভাব দূর করতে কী কী করবেন জেনে নিন-

>> ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে কোনো একটি উঁচু জায়গায় বাটিতে সামান্য ভিনেগার ঢেলে রাখুন। ভিনেগার রাতারাতিই ঘরের দুর্গন্ধ শুষে নেবে।

>> চাইলে সুগন্ধি মাঝে মধ্যে জ্বালিয়ে রাখতে পারেন ঘরে। এতে ঘরের শোভাও বাড়বে, আবার গন্ধও কাটল।

>> রুম ফ্রেশনার ব্যবহার করুন। গন্ধ অনেকক্ষণ স্থায়ী হবে এমন ফ্রেশনার কিনুন।

>> বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও পরে থেমে গেলে জানলা খুলে দিন। এতে এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

>> জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন