বাড়িতে ঘরোয়া উপায়েই দইয়ের মাধ্যমে পেটের যাবতীয় সমস্যার নিরাময় সম্ভব। কিভাবে দূর করবেন পেটের সমস্যা, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।
দই যে শুধু আমাদের শরীরকে ঠাণ্ডা করে তাই নয়, এতে রয়েছে ভরপুর প্রো-বায়োটিক।তবে দইয়ের সঙ্গে ভাজা জিরা গুঁড়া করে মিশিয়ে খেলে উপকার মিলবে। দুপুরে খাবারের আগে বা পরে দইয়ের সঙ্গে এই ভাজা জিরা গুঁড়া করে মিশিয়ে খেতে পারেন অনায়াসে।
আর রয়েছে পুদিনা পাতা। পেটের জ্বালা, বদহজম সূর করতে পুদিনা কাজে দেয়। ফলে এটি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে দইয়ের সঙ্গে কলা মেখে খেলে উপকার পাবেন। এটি শরীরে ইলেক্ট্রোলাইটের সমস্যাও দূর করে।
দই আর গুড় মিশিয়ে খেলে শরীরের টক্সিন দূর করে, দইয়ের সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে খাবারের পরে খেলে গ্যাস ও বদহজম থেকে মুক্তি পাওয়া যায়।