অফিসের লাঞ্চ বক্স হোক কিংবা শিশুর স্কুলের টিফিন বক্স, খাবার খেয়েই এগুলো রেখে দেওয়া হয় বাসায় এসে পরিষ্কারের জন্য। দীর্ঘদিন ও নিয়মিত ব্যবহারের ফলে তাই এক ধরনের ভ্যাপসা গন্ধ হয়ে যায় বক্সের ভেতরে। এই অস্বস্তিকর গন্ধ দূর করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিন।
- টিফিন বক্স পরিষ্কার করার পর আলুর টুকরো ভালো করে ঘষে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর আরও এক বার ধুয়ে নিন। গন্ধ দূর হবে।
- দুর্গন্ধ তাড়াতে বেকিং সোডার সাহায্য নিতে পারেন। ১ টেবিল চামচ বেকিং সোডা পানিতে গুলে বক্সে রেখে দিন। ১০-১৫ মিনিট পর পরিষ্কার করে নিন ভালো করে।
- সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে লাঞ্চ বক্সে ঢেলে দিন। সারারাত এভাবে রেখে পরদিন ধুয়ে ফেলুন।
- পানিতে কয়েক স্টিক দারুচিনি ফেটে ফুটিয়ে নিন। ফুটন্ত পানি ঢালুন বক্সে। ১৫ মিনিট অপেক্ষা করে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিন।
- লেবুর খোসাসহ পানি ফুটিয়ে ঢেলে দিন লাঞ্চ বক্সে। ১ ঘণ্টা অপেক্ষা করে তারপর পরিষ্কার করে ফেলুন।
জেনে নিন
- লাঞ্চ শেষ করে পানি দিয়ে ধুয়ে তারপর রাখার চেষ্টা করুন বক্স। বাসায় এসে দ্রুত ডিশ ওয়াশিং সোপ দিয়ে পরিষ্কার করে ফেলুন।
- পরিষ্কার করার পর আটকে রাখবেন না বক্স। খোলা অবস্থায় রেখে দিন বাতাসে।
- সপ্তাহে অন্তত একবার লেবু, বেকিং সোডা কিংবা ভিনেগার দিয়ে পরিষ্কার করুন বক্স। সহজে ভ্যাপসা গন্ধ হবে না