বসন্তের শুরুতে চোখ ওঠা বা ‘কনজাংকটিভাইটিস’ রোগের উপদ্রব হয়। ভাইরাসের মাধ্যমে ছড়ানো এ রোগে আক্রান্ত হতে পারে সব বয়সের মানুষ। সাধারণত বড় বা দীর্ঘস্থায়ী কোনো সমস্যা না হলেও লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখলে রোগীর কষ্ট লাঘব হতে পারে।
কারণ
চোখের একেবারে বাইরের স্বচ্ছ অংশটির ডাক্তারি নাম ‘কনজাংকটিভা’।
ভাইরাসের সংক্রমণে সেখানে তৈরি হয় প্রদাহ, ফুলে যায় চোখের ছোট ছোট রক্তনালি। ফুলে থাকা রক্তনালিগুলোর কারণেই চোখের রং লালচে হয়ে যায়, যেটাকে আমরা চোখ ওঠা বা ‘কনজাংকটিভাইটিস’ বলে থাকি।
লক্ষণ
► চোখ লাল হয়ে থাকা, জ্বলা।
► চুলকানি, খচখচে ভাব থাকা চোখে।
► চোখ থেকে পানি পড়া।
► আলোতে চোখ বন্ধ হয়ে আসতে চাওয়া।
► চোখে বারবার সাদা ময়লা আসা।
► কিছু ক্ষেত্রে চোখে তীক্ষ্ন ব্যথা থাকতে পারে।
করণীয়
► চোখ ওঠা ছোঁয়াচে রোগ। বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে, তবে সবচেয়ে বেশি ছড়ায় বারবার হাত চোখে দিলে। হাত ধুতে হবে সাবান দিয়ে।
► চোখের পানি সাবধানে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। ব্যবহার করা সেই টিস্যু সাবধানে ফেলতে হবে। যাতে করে রোগ না ছড়ায়।
► চোখ ঘষা বা চুলকানো থেকে বিরত থাকতে হবে।
► চিকিৎসকের পরামর্শে আই ড্রপ ব্যবহার করা যেতে পারে।
► বাইরে গেলে রোদচশমা ব্যবহার করতে হবে।
► নিজের প্রসাধনসামগ্রী অন্যদের ব্যবহার করতে দেওয়া যাবে না।
► আই ড্রপ অন্যের সঙ্গে শেয়ার করবেন না।
► এক চোখে সমস্যা দেখা দিলে অন্য চোখকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে হবে।
► সমস্যা এক সপ্তাহের মধ্যে না সারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।