ব্রণ সারাতেও কাজে আসে তুলসী পাতা। তুলসী পাতা আর নিমপাতা ভালো করে ধুয়ে নিন।
তুলসী পাতা, ওটস, মধু আর হলুদ একসঙ্গে পিষে নিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ৫ মিনিট। শুকিয়ে এলে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। তবে সপ্তাহে তিন দিনের বেশি এই স্ক্রাব ব্যবহার করবেন না। মুখ থেকে কালো দাগ ছোপ দূর করতেও কাজে আসে তুলসী পাতা।
কাঁচা হলুদ, মধু আর তুলসী পাতা নিয়মিত বেটে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। এতেও কাজ হবে। তুলসী পাতা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এবার এই পানি ছেঁকে নিয়ে ঠাণ্ডা করে স্প্রে বোতলে ভরে রাখুন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পানি মুখে স্প্রে করুন। দেখবেন ত্বকের হারানো জেল্লা ফিরে এসেছে।