English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

ওপেন পোরসের ঘরোয়া সমাধান জানেন?

- Advertisements -

আমাদের শরীর থেকে ঘাম বের করে দেয় রোমকূপ। এছাড়া ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, তেলের পরিমাণ নিয়ন্ত্রণ করাও এর কাজ। তবে এই রোমকূপ যখন অনেকটা উন্মুক্ত হয়ে গর্তের মতো দেখায়, তখন সেটা দেখতে বেশ অস্বস্তি লাগে। উন্মুক্ত রন্ধ্র হতে পারে নানা কারণে। বয়স বাড়ার সাথে সাথে স্কিনের ইলাস্টিন ও কোলাজেন লুজ হতে শুরু করে, তখনই ত্বকের পোরস চোখে পড়ে। আবার সূর্যের তাপে অনেকক্ষণ থাকা, ত্বকের যত্ন না নেওয়া, অতিরিক্ত তেলতেলে ত্বকের কারণেও ওপেন হয়ে যেতে পারে পোরস। জেনে নিন কিছু ঘরোয়া প্রতিকার ও পরামর্শ।

  • আপেল সাইডার ভিনেগারের সঙ্গে অল্প পানি মিশিয়ে টোনার হিসেবে ত্বকে স্প্রে করুন। নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে সংকুচিত হবে রন্ধ্র।
  • ভিটামিন, ক্যালসইয়াম, ম্যাগনেশিয়াম ও ফোলেটের মতো খনিজ মেলে ডিমের সাদা অংশে। এটি ব্যবহার করে ত্বকের উন্মুক্ত রোমকূপ সংকুচিত করতে পারেন।
  • হলুদ, বেসন এবং দইয়ের প্যাক তৈরি করে দশ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। নিয়মিত ব্যবহার করলে ছিদ্রগুলি বন্ধ হয়ে যাবে। ত্বকও উজ্জ্বল হবে।
  • ত্বককে বাড়তি তেলমুক্ত রাখতে হবে। এজন্য ফোম ফেসওয়াশ ব্যবহার করুন। ত্বকের ভেতর থেকে পরিষ্কার থাকলে ধীরে ধীরে গর্তগুলো কমে আসবে।
  • ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে সেটা নিয়মিত পরিষ্কার করুন।
  • ত্বকে কিছুক্ষণ অ্যালোভেরার জেল লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ত্বক পরিষ্কার করার পর বরফ ঘষুন। পাতলা কাপড়ে মুড়ে তারপর ঘষবেন বরফ। নিয়মিত ব্যবহার করলে কমে আসবে ওপেন পোরস।
  • মুলতানি মাটির তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। কমে যাবে উন্মুক্ত রোমকূপের সমস্যা।
  • ত্বকে নিয়মিত টোনার ব্যবহার করবেন।
  • বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

অতিরিক্ত চুল পড়লে করণীয়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন