বর্তমানে চুলের সৌন্দর্য বাড়াতে অনেকেই হেয়ার বোটক্স করছেন। মূলত রুক্ষ-প্রাণহীন চুলে এ ধরনের ট্রিটমেন্ট করা হয়। তবে কেউ কেউ হুযুগে ভালো চুলেও এ ধরনের ট্রিটমেন্ট করার কথা ভাবেন। এই ঈদে যারা হেয়ার বোটক্সের কথা ভাবছেন, তারা জেনে নিন কোন ধরনের চুলের জন্য হেয়ার বোটক্স উপযোগী।
যাদের চুল রুক্ষ-প্রাণহীন হয়ে গেছে, যাদের চুলে কোনো শাইন নেই, চুলের আগা ফেটে গেছে, চুল মাঝ থেকে ভেঙে যাচ্ছে তাদের চুলের জন্য হেয়ার বোটক্স উপকারী। এমনটাই জানান শোভন’স মেকওভারের স্বত্ত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। তিনি জানান বোটক্সের মাধ্যমে চুলে পুষ্টির যোগান দেওয়া হয়। এটি একটি ডিপ কন্ডিশনিক ট্রিটমেন্ট। এ ট্রিটমেন্টে কেরাটিন, কোলাজেন, ভিটামিন বি৫ ও ভিটামিন ই-এর মতো পুষ্টি থাকে।
হেয়ার বোটক্সে চুলের ওপর কোনো ধরনের স্ট্রেইটনার ব্যবহার করা হয় না। চুল যদি স্বাভাবিকভাবে কোঁকড়া হয়, তাহলে বোটক্স করার পরে কোঁকড়াই থাকবে। তবে আগের চেয়ে চুল হবে প্রাণবন্ত ও সুন্দর। চুলে বার বার স্ট্রেইট, কালার, পাম করলে বেশ ক্ষতি হয়। সেসব ক্ষতিগ্রস্ত চুলের জন্য উপকারী বোটক্স ট্রিটমেন্ট।
শোভন সাহা জানান, পনেরো বছর বয়স থেকে শুরু করে সব বয়সীরা এ ট্রিটমেন্ট নিতে পারবে। তবে যাদের চুল প্রচুর পড়ে, ভেঙে যায়, নিষ্প্রভ হয়ে গেছে, তারা এ ট্রিটমেন্ট নিলে উপকার পাবেন। কোঁকড়ানো ও স্বাভাবিক চুলে হেয়ার বোটক্স করা যাবে। সিল্কি ও শাইনি চুলে বোটক্স করার প্রয়োজন নেই। তবে হাইলাইট, হেয়ার কালার কিংবা কেমিক্যাল ব্যবহারের জন্য যাদের চুল প্রাণহীন হয়ে গেছে, তারা এ ট্রিটমেন্ট নিতে পারবেন। গর্ভবতী নারীরা চুলে বোটক্স করার আগে চিকিতসকের পরামর্শ নেবেন।