আপনাকে না জানিয়েই কেউ হোয়াটসঅ্যাপের একসেস নিয়ে নিতে পারে। নিজেদের ডিভাইস থেকেই পড়তে পারে আপনার সব মেসেজ। কীভাবে বুঝবেন বিষয়টি।
হোয়াটসঅ্যাপের লিঙ্কড ডিভাইস ফিচারের মাধ্যমে ডেস্কটপ, ল্যাপটপ কিংবা আইপ্যাডে ওয়েব অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ লগিন রাখা যায়। তাই কেউ আপনার পাসকোড জানলে কিংবা ফোন আনলক অবস্থায় পেলে আপনার অজান্তেই ওয়েব ভারসনে হোয়াটসঅ্যাপে লগিন করতে পারে।
তবে এই সমস্যা থেকে মুক্তির উপায়ও খুব সহজ। মাত্র তিনটি ধাপেই আপনি তা সমাধান করতে পারবেন। সেজন্য প্রথমে আপনার হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে লিংকড ডিভাইসে যান। সেখানে দেখতে পাবেন কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগিন করা আছে। অপরিচিত কোনো ডিভাইস থাকলে তা লগআউট করে ফেলতে পারেন।
এ ছাড়া এক মাসের বেশি সময় লগিন করা কোনো ডিভাইসে কার্যক্রম না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।
এর বাইরে আপনি নির্দিষ্ট মেসেজ লক করে রাখতে পারেন। গুরুত্বপূর্ণ মেসেজগুলো আলাদা ফোল্ডারে রাখতে পারেন। এ জন্য বিশেষ পাসওয়ার্ডের আওতায় আনতে হবে ।