English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

শুধুই ঘি ব্যবহার করুন

- Advertisements -

এই শীতে নিজেকে সুন্দর রাখতে শুধুই ঘি ব্যবহার করুন। তাতেই মিলবে উজ্জ্বল ত্বক, কোমল ঠোঁট আর ঝলঝলে চুল।

কীভাবে জেনে নিন  

ত্বক
শীতে ত্বক শুষ্ক হয়ে যায়, এসময়ে প্রাকৃতিকভাবেই ত্বকে আর্দ্রতা ধরে রাখে ভিটামিন ই এবং কে সমৃদ্ধ ঘি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও নিয়মিত এটি ব্যবহার করতে পারেন।

ত্বকের তারুণ্য ধরে রাখতে ঘি ১ টেবিল চামচ ও ২ টেবিল চামচ বাদামি চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে গোসলের আগে ত্বকে মাখুন।

ঠোঁট
শুষ্ক ও ফাটা ঠোঁটের যন্ত্রণা দূর করে ঘি ঠোঁট নরম ও কোমল করে। লিপবাম হিসেবে ঘি ব্যবহার করুন।

চুল
টেবিল চামচ নারকেল তেল ও ঘি নিন, এতে যোগ করুন এক টেবিল চামচ করে লেবুর রস ও অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। প্রথমবার ব্যবহারের পরই অনুভব করতে পারবেন চুল অনেক ঝলমলে মসৃণ হয়ে গেছে।

ত্বকে, চুল বা ঠোঁটে মাখার সঙ্গে ঘি খেলেও উপকার পাওয়া যায়। ঘরে ঘি আছে কিনা আজই খোঁজ করুন, না থাকলে নিয়ে আসুন। চাইলে বিভিন্ন অনলাইন শপেও অর্ডার করে খাঁটি ঘি আনাতে পারেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন