কী গুণ পেঁয়াজপাতার
ভিটামিন এ এবং সি রয়েছে পেঁয়াজপাতায়। আছে অ্যান্টিঅক্সিড্যান্টও। ভিটামিন সি শুধু রোগ প্রতিরোধে সাহায্য করে তাই নয়, এর গুণে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও সুন্দর। বলিরেখা কমাতেও সাহায্য করে ভিটামিন সি।
অ্যন্টিঅক্সিড্যান্ট তারুণ্য ধরে রাখতে সহায়ক। রিসার্চ জার্নাল অব ফার্মাসিউটিক্যাল বায়েলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সায়েন্সেস-এ প্রকাশিত একটি গবেষণা বলছে, এতে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান। যা জ্বালা, প্রদাহ কমাতে সক্ষম।
কীভাবে ব্যবহার করবেন
ত্বকের সৌন্দর্য দুই ভাবে বেড়ে ওঠে।
পুষ্টির প্রভাব ও সঠিক রূপচর্চায়। ফলে শুধু পেঁয়াজপাতা নয়, ভিটামিন, খনিজে ভরপুর শাক-সবজি থেকে ফল—সবই পরিমাণমতো রাখা দরকার খাদ্য তালিকায়।
তবে খাওয়া ছাড়াও আরো একটি উপায় আছে, যা অনুসরণ করলে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
স্ত্রাবার: ২ টেবিল চামচ পেঁয়াজপাতা বাটা, ১ টেবিল চামচ চিনি ও ১ চা-চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে এবং সারা শরীরে স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। মুখে ও গায়ে লাগিয়ে হালকা হাতে মালিশ করতে হবে।
মাস্ক: ১ টেবিল চামচ পেঁয়াজপাতার রস, সামান্য একটু হলুদ গুঁড়ো ও কয়েক ফোঁটা মধু একসঙ্গে মিশিয়ে নিন। পরিষ্কার মুখে এই মাস্ক ব্যবহার করতে হবে। মুখে লাগিয়ে ১০ মিনিট পর তুলে ফেলুন।
টোনার: এক টেবিল চামচ পেঁয়াজপাতার রস ও ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে টোনার হিসাবে ক্লিনজিং-এর পর মুখে মাখতে পারেন।