ঘরে-বাইরে-অফিসে বা পার্টিতে মেয়েদের সাজের কমন কসমেটিকস লিপস্টিক। আর কিছু না হলেও হালকা একটু লিপস্টিক মেখেই থাকেন সবাই।
• ঠোঁট আর্দ্রতা হারালে লিপস্টিক তাড়াতাড়ি ওঠে। তাই লিপ বাম বা ময়েশ্চারাইজারে ভিজিয়ে রাখুন ঠোঁট
• লিপস্টিক লাগানোর পর একটা টিস্যু পেপার ঠোঁটে চেপে ধরুন। এতে বাড়তি রং উঠে যাবে
• লিপস্টিক লাগানোর আগে ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে লিপস্টিক বেশিক্ষণ রং ঠিক থাকবে
• চেষ্টা করুন গাঢ় শেডের লিপস্টির ব্যবহার করতে
• লিপস্টিক কেনার আগে অবশ্যই ভালো ব্র্যান্ডের ও মেয়াদ দেখে কিনুন।