English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

রঙিন লেন্স পরতে যেসব নিয়ম মানা জরুরি

- Advertisements -

চোখের সাজসজ্জার জন্য কাজল, আইশ্যাডো, মাস্কারা, আইলাইনারসহ নানা জিনিস ব্যবহার করা হয়। ইদানীং অবশ্য চোখে নানা রঙের কনট্যাক্ট লেন্স পরারও চল উঠেছে। বিয়ের কনে হোক কিংবা বিশেষ কোনও অনুষ্ঠানে হোক তরুণীদের সাজে রঙিন লেন্স ব্যবহার এখন সাজেরই অঙ্গ। তবে একটানা অনেক ক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকলে চোখের নানা সমস্যা দেখা যায়। তাই লেন্স পরার সময়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। যেমন-

১. লেন্স পরার আগে ও পরে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে ভুলবেন না। তোয়ালেতে হাত মুছবেন না। বরং কোনও মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তারপর লেন্সে হাত দেবেন।

২. ভুলেও লেন্স পরে ঘুমাতে যাবেন না। লেন্স পরে ঘুমালে চোখে সংক্রমণ হতে পারে। এই অভ্যাসের কারণে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে।

৩. মেকআপ করার আগে ভুলেও লেন্স পরবেন না। লেন্স পরে মেকআপ করলে অনেক সময়ে তাতে কাজল বা মাস্কারা লেগে যেতে পারে। এমন হলে চোখে প্রাথমিক জ্বালাভাব তো হবেই, এমনকি সংক্রমণও হতে পারে।

৪. তিন মাস পর পর লেন্স রাখার পাত্রটি বদলাতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময়ে স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।

৫. কনট্যাক্ট লেন্স পরে ভুলেও সাঁতার কাটবেন না। লেন্স পরে মুখে পানির ঝাপটা দেবেন না।

৬. মেয়াদ পেরিয়ে গেলে সেই লেন্স যত দামিই হোক না কেন, ভুলেও ব্যবহার করবেন না। এমন অনেক রঙিন লেন্স থাকে, যা এক বারই ব্যবহার করা যায়। ভুলেও সেগুলি দ্বিতীয় বার ব্যবহার করবেন না।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন