বর্তমান সময়ে সবারই চুল পড়ার সমস্যা রয়েছে। কখনো দেহে পুষ্টির অভাব, কখনো অযত্নের কারণে চুল পড়া বাড়ে। আবার অনেক সময় জিনগত সমস্যার কারণেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। ছেলেদের ক্ষেত্রে এই সমস্যা খুব স্বাভাবিক।
টমেটোর রস নতুন চুল গজাতে সাহায্য করে
টমেটোর রসের মধ্যে ভিটামিন সি, লাইকোপেন, ভিটামিন এ, বায়োটিন, জিংকের মতো পুষ্টি রয়েছে।
স্ক্যাল্প ম্যাসাজ : ২-৩ চামচ টমেটোর রস নিয়ে স্ক্যাল্পে মালিশ করুন।
টমেটো ও অ্যালোভেরার মাস্ক : ২ চামচ টমেটোর রসের সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এই হেয়ার মাস্ক স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এর পর ৪৫ মিনিট অপেক্ষা করুন। অ্যালোভেরা জেল স্ক্যাল্পের প্রদাহ কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
টমেটোর রস ও নারকেল তেল : ২ চামচ টমেটোর রসের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। নারকেল তেল আগে অল্প গরম করে নিন। এ বার মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন। এই কাজটা করতে হবে রাতে। মাথায় টমেটোর রস ও নারকেল তেল মালিশ করে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে শ্যাম্পু করে নিন। নারকেল তেল চুলকে পুষ্টি জোগায়। এই মিশ্রণটি সপ্তাহে দুই বার ব্যবহার করলেই দুর্দান্ত ফল পাবেন।