শীতে খাবারের আয়োজন যেন লেগেই থাকে। মাছ, মাংসের পাশাপাশি শীতের সবজি দিয়ে নানান রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পছন্দ করেন গৃহিনীরা। বেগুন দিয়েও বিভিন্ন পদ তৈরি করা যায়। তবে মুরগির পুর ভরা বেগুন খেয়েছেন কখনও? স্বাদে ভরা এই খাবারটি তৈরি করা খুবই সহজ।
চলুন জেনে নেওয়া যাক মুরগির পুর ভরা বেগুন তৈরির রেসিপি—
উপকরণ
গোল বেগুন মাঝারি আকারের ৪টি, তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচামরিচের কুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস কিউব করে কাটা আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, টমেটো কিউব করে কাটা আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, সাদা সস আধা কাপ, মোজারেলা চিজ আধা কাপ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ।
প্রণালি
বেগুন অর্ধেক ফালি করে নিয়ে ছুরি দিয়ে ভেতরের অংশে দাগ কেটে নিন। তেল লাগিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫ থেকে ২০ মিনিট বেকড করতে হবে। এরপর ২ টেবিল চামচ তেল গরম করে নিন।
তেলে পেঁয়াজ, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিন। আদাবাটা, রসুনবাটা, লবণ, মুরগির মাংস দিয়ে ভুনা করতে হবে। এ সময় সয়া সস, টমেটো সস দিয়ে দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। ক্যাপসিকাম, টমেটো, লেবুর রস, সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিন।
ওভেন থেকে বেগুন বের করে সাদা সস, মুরগির মাংস, মিশ্রিত ক্যাপসিকামকুচি দিয়ে ওভেনে ৩ মিনিট বেক করুন। মোজারেলা চিজ, গোলমরিচের গুঁড়া দিয়ে আরও ২ মিনিট রেখে গরম-গরম পরিবেশন করতে হবে।