মাস্ক কখন পরবেন আর কখন পরার দরকার নেই, কিংবা কোন ধরনের মাস্ক কতটা কার্যকর, সে ব্যাপারে বিশেষজ্ঞদের নানা ধরনের মত রয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণ কমাতে মাস্ক কিভাবে কাজ করে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সে ব্যাপারে বিস্তারিত দেখানো হয়েছে।
খোলা চোখে ভাইরাস দেখা যায় না। সে কারণে ভাইরাসের সংস্পর্শে গিয়েও তা থেকে দূরে থাকার চেষ্টা অনেকটা অন্ধকারে হাতড়ানোর মতো। এদিকে বিশেষজ্ঞরা বলে আসছেন, হাঁচি-কাশি দেওয়ার সময় ড্রপলেটের সাহায্যে করোনাভাইরাস ছড়ায়।
ভিডিওতে দেখা যায়, স্বাভাবিক অবস্থায় নাক-মুখ দিয়ে অনেক দ্রুত গতিতে নিঃশ্বাস বের হচ্ছে। অন্যদিকে মাস্ক পরিহিত অবস্থায় নিঃশ্বাস বের হয়ে বেশি দূর পর্যন্ত যাচ্ছে না।
এছাড়া করোনা আক্রান্ত কেউ মাস্কবিহীন অবস্থায় কাশি দিলে ভাইরাস অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু মাস্ক পরে থাকলে ভাইরাস তাতে আটকে যাচ্ছে। এতে করে আক্রান্ত ব্যক্তি থেকে অন্যরা নিরাপদ থাকতে পারছে।
দেখুন ভিডিওটি
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন