এই অবস্থায় চুলের হাল ফেরানো নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, তাহলে জেনে নেওয়া যাক।
২) বাজারে বিভিন্ন ধরনের হেয়ার মিস্ট পাওয়া যায়। এই ধরনের হেয়ার মিস্ট চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। চুলের তৈলাক্ত ভাব দূর করতেও হেয়ার মিস্ট ব্যবহার করতে পারেন।
‘ওয়াটার-বেস্ড’ মিস্ট ব্যবহার করুন। এতে চুলের স্যাঁতসেঁতে গন্ধ দূর হয়ে যাবে।
৩) হাতের কাছে সহজ সমাধান না পেলে গোলাপ জলের সাহায্য নিন। গোলাপ জল হলো এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বক ও চুলের দেখভাল করে। হেয়ার মিস্টের বদলে আপনি চুল ও স্ক্যাল্পে গোলাপ জল স্প্রে করতে পারেন। এতে চুলের বোঁটকা গন্ধ থেকে মুক্তি পাবেন।
৪) বর্ষাকালে ঘরের দুর্গন্ধ দূর করতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। এই একই টোটকা কাজে লাগাতে পারেন চুলের পরিচর্যাতেও। ১০০ মিলিলিটার পানিতে কয়েক ফোঁটা পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই পানি চুলে স্প্রে করুন।
৩) হাতের কাছে সহজ সমাধান না পেলে গোলাপ জলের সাহায্য নিন। গোলাপ জল হলো এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বক ও চুলের দেখভাল করে। হেয়ার মিস্টের বদলে আপনি চুল ও স্ক্যাল্পে গোলাপ জল স্প্রে করতে পারেন। এতে চুলের বোঁটকা গন্ধ থেকে মুক্তি পাবেন।
৪) বর্ষাকালে ঘরের দুর্গন্ধ দূর করতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন। এই একই টোটকা কাজে লাগাতে পারেন চুলের পরিচর্যাতেও। ১০০ মিলিলিটার পানিতে কয়েক ফোঁটা পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই পানি চুলে স্প্রে করুন।