চুলের যত্নে নয়নতারা ফুলের গুণাবলি-
অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ
নয়নতারা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং মাথার ত্বকের ক্ষতি রোধ করে। এটি চুলের পাতলা হওয়া, শুষ্কতা এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। ফলে চুল অকালে সাদা হয়ে যায় না।
অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান
নয়নতারা ফুলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান মাথার ত্বকের প্রদাহ কমাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
এটি খুশকি, চুলকানি ও চুল পড়া কমাতে কার্যকর।
রক্ত সঞ্চালন বাড়ায়
গবেষণায় দেখা গেছে, স্ক্যাল্প বা মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হলে চুল দ্রুত বেড়ে যায়। নয়নতারা রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। যা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে এবং গোড়া মজবুত করতে সহায়তা করে।
খুশকি দূর করে
খুশকি হলে তা মাথার ত্বকে ও চুলে নানা সমস্যা তৈরি করতে পারে। নয়নতারা ফুলের অ্যান্টিড্যানড্রাফ বৈশিষ্ট্য স্ক্যাল্পকে পরিষ্কার করে খুশকি কমাতে সাহায্য করে।
নয়নতারা ফুল চুলের যত্নে ব্যবহারের পদ্ধতি-
হেয়ার অয়েল
এক মুঠো নয়নতারা ফুলের পাপড়ি সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। তারপর ১০০ মিলি. নারকেল তেলে এই পাপড়ি ফুটিয়ে কম আঁচে তেল তৈরি করুন। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে এই তেল চুলে মাখুন।
এটি চুলের জন্য অত্যন্ত উপকারী।
হেয়ার মাস্ক
এক মুঠো নয়নতারা ফুল ধুয়ে শুকনো করে গুঁড়া করে নিন। এরপর এতে ২ চামচ মধু এবং ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে ও মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন। এরপরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলকে মসৃণ ও স্বাস্থ্যকর করবে এবং মাথার ত্বকের সমস্যা কমাবে।
নয়নতারা ফুলের এই প্রাকৃতিক উপকারিতা চুলের জন্য অত্যন্ত লাভজনক। নিয়মিত ব্যবহারে চুলের স্বাস্থ্য উন্নত হবে।