English

23.1 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ত্বকের উন্মুক্ত ছিদ্র বন্ধ করবেন যেসব উপায়ে

- Advertisements -

ত্বকের ছিদ্র উন্মুক্ত হয়ে যাওয়া বা ওপেন পোরস একটি বিড়ম্বনার নাম। কারণ এতে ত্বকে ধুলাবালি, তেল ও ময়লা জমে বেশি। তখনই ব্রণর সমস্যা বাড়ে। পাশাপাশি ত্বক নিস্তেজ ও ক্লান্তু দেখায়। ত্বকের উন্মুক্ত ছিদ্র সঙ্কুচিত করতে প্রতিদিন ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং- এই তিন ধাপ মেনে চলতেই হবে। পাশাপাশি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।

  • সপ্তাহে দুই থেকে তিনবার মুখে ব্যবহার করুন প্রাকৃতিক উপাদানের তৈরি ফেস প্যাক। টক দইয়ের সঙ্গে বেসন ও এক চিমটি হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগান। এই ফেসপ্যাক ওপেন পোরসের পাশাপাশি ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করবে। দূর করবে ব্রণ ও দাগছোপও
  • ওপেন পোরসের সমস্যা রাতারাতি দূর করতে মুখে ডিমের সাদা অংশ লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন। ডিমের সাদা অংশে ভিটামিন ও মিনারেল রয়েছে, যা ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বকের ছিদ্র সঙ্কুচিত করে।
  • ওপেন পোরসের সমস্যা দূর করতে ত্বকে টমেটো ঘষতে পারেন। টমেটোতে থাকা লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ছিদ্র সংকোচনে সাহায্য করে। পাশাপাশি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা।
  • ত্বককে শীতল ও প্রশমিত করতে ব্যবহার করুন মুলতানি মাটির ফেস প্যাক। গোলাপজল ব্যবহার করে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এবং একটি পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার লাগান। চাইলে গোলাপজলের বদলে টক দই বা টমেটোর রসও ব্যবহার করতে পারেন।
  • বেসন, টক দই ও অলিভ অয়েল মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ত্বক ধুয়ে বরফের টুকরা ঘষে নিন।
  • ওটসের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বকে ঘষতে পারেন আইসকিউব। উন্মুক্ত ছিদ্র বন্ধ হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন