সৌন্দর্যপ্রেমীরা কম-বেশি সবাই টোনার ব্যবহার করেন। এটি একদিকে যেমন ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরিয়ে দেয়। অন্যদিকে ত্বককে করে আরও স্বাস্থ্যোজ্জ্বল। কিন্তু এই টোনার সম্পর্কে বেশকিছু ভুল ধারণাও রয়েছে। হয়তো আপনিও এই ভুল ধারণা পোষণ করেন।
অনেকে মনে করেন, টোনার ত্বককে আরও শুষ্ক করে দেয়। ধারণাটি একেবারেই ঠিক নয়। কারণ, সব টোনারের উপাদান একই নয়। এক একটি টোনার আলাদা আলাদা কাজ করে। তাই আপনি কোন টোনার কিনছেন তার ওপর নির্ভর করে তৈলাক্ত বা শুষ্কতা।
কেউ কেউ মনে করেন, ক্লিনজারের উত্তম বিকল্প হলো- টোনার। এই ধারণা যদি আপনারও থেকে থাকে, তবে এখনই পাল্টে ফেলুন। কারণ টোনার ত্বকে থাকা ব্যাকটেরিয়া, বাড়তি তেল, মৃত কোষকে পরিষ্কার করতে কাজে লাগে। তবে তা ভালো ভাবে পরিষ্কার করেই লাগাতে হবে। ফলে এটি আপনি ক্লিনজারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন না।
আবার অনেকের ধারণা, স্ক্রাবারের পরিবর্তে টোনার ব্যবহারে ত্বকের মৃত কোষের বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ধারণাও সম্পূর্ণ ভুল। হয়তো ত্বকের সামান্য ঔজ্জ্বল্য ফেরাতে পারে টোনার। তবে তা কখনই পুরো মাত্রায় ত্বককে মৃত কোষমুক্ত করতে পারে না।
এটা ঠিক যে, টোনার ত্বকের ব্রণ বা কালো দাগ তুলতে পারে না। তবে আপনার ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে টোনার। ফলে ব্রণের সমস্যা থেকে কিছুটা মুক্তি মিলতে পারে।
এছাড়াও অনেকে মনে করেন, সেনসিটিভ ত্বকে টোনার ব্যবহার করা একদম ঠিক নয়। এই ভাবনাও সঠিক নয়। কারণ বাজারে ত্বকের ধরন অনুসারে বিভিন্ন রকমের টোনার রয়েছে। যা সব ধরনের ত্বকের জন্যই রয়েছে।