আমাদের খাবারের তালিকায় নিয়মিত ডিম থাকে। কেউ রান্না করে, কেউ সিদ্ধ করে, কেউ বা আবার ভেজে খেতে পছন্দ করেন। এ ছাড়া বিভিন্ন খাবারও তৈরি করা হয় ডিম দিয়ে। কিন্তু ডিমের আচার খেয়েছেন কখনও?
যদি না খেয়ে থাকেন, তবে আজই তৈরি করে ফেলুন সুস্বাদু ডিমের আচার। খেতে দারুণ এই আচারটি তৈরি করাও বেশ সহজ।
চলুন জেনে নিন কীভাবে সহজেই তৈরি করবেন গোলাপি ডিমের আচারের রেসিপি—
উপকরণ
৬টি ডিম (শক্ত সেদ্ধ এবং খোসা ছাড়ানো)
২টি বিট (টুকরা করে কাটা)
আধা কাপ ভিনেগার (সাদা বা অ্যাপল সাইডার)
আধা কাপ পানি
১/৪ কাপ চিনি
১ চা-চামচ লবণ
৯-১০ কোঁয়া রসুন
১টি গাজর, টুকরা করে কাটা
১টা পেঁয়াজ বড় টুকরা করে কাটা
৩-৪টি শুকনা মরিচ
২-৩টি বোম্বাই মরিচ (ঐচ্ছিক)
১ চা-চামচ আচার মসলা (ঐচ্ছিক)
পদ্ধতি
একটি সসপ্যানে বিট, ভিনেগার, পানি, চিনি, লবণ এবং আচারের মসলা মিশিয়ে নিন। মাঝারি আঁচে চিনি মিলিয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ফুটে উঠলে মিশ্রণটি ঠাণ্ডা হওয়ার জন্য নামিয়ে রাখুন।
খোসা ছাড়ানো শক্ত-সিদ্ধ ডিম একটি পরিষ্কার বয়ামে রাখার সময় সঙ্গে গাজর, পেঁয়াজ, মরিচ এবং রসুন এক সাথে মিশিয়ে রাখুন। এবার ঠাণ্ডা হয়ে যাওয়া ভিনেগার-বিটের মিশ্রণটি বয়ামের ডিমের ওপর ঢেলে দিন, যেন সেগুলো পুরোপুরি ডুবে যায়। বয়ামটি ভালো ভাবে বন্ধ করে ঘরের তাপমাত্রায় অথবা ফ্রিজে রাখতে পারেন।
বেশি স্বাদের জন্য ডিমগুলোকে কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় দিয়ে দ্রবণে ভিজিয়ে রাখতে হবে। এক মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে এই আচার। গোলাপি এই ডিমের আচার সালাদে বা ‘গার্নিশ’হিসেবে পরিবেশন করে খেতে পারেন।