পৃথিবীতে নাকি দুই ধরনের মানুষ আছেন। এক দল চুল পড়া নিয়ে সমস্যায় ভুগছেন, অন্য দল চুল নিয়ে সন্তুষ্ট। অনেকে মনে করেন, দ্বিতীয় দল সংখ্যালঘু। অর্থাৎ চুল নিয়ে ভুগছেন, এমন মানুষের সংখ্যাই বেশি। তবে আশার কথা হলো, চুল পড়া রোধে ও চুলের স্বাস্থ্যরক্ষায় প্রাকৃতিক উপাদানে তৈরি প্যাক দারুণ কাজ করে। আর এসবের মধ্যে আমলকী ও অ্যালোভেরার মাস্ক চুলের জন্য এককথায় সেরা। চট করে জেনে নেওয়া যাক বিস্তারিত।