চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখতে চাইলে নিয়মিত তেল ম্যাসাজের বিকল্প নেই। গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করতে তেল ভীষণ কার্যকর। তবে কিছু বিষয় মনে না রাখলে উল্টো তেল হতে পারে চুলের ক্ষতির কারণ। জেনে নিন টিপস।
চুলে জবজবে করে তেল দেবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই দিন। বেশি তেল দিলে চুল ভালো থাকবে- এমন কথার ভিত্তি নেই। বরং বাড়তি তেল দূর করতে বাড়তি শ্যাম্পু ও পানি প্রয়োজন হয়, যা চুলের জন্য ক্ষতিকর।
ময়লা চুলে তেল দেবেন না। পরিষ্কার চুলে তেল ম্যাসাজ করুন।
যাদের চুল খুব তৈলাক্ত, তারা ঘনঘন তেল ব্যবহার এড়িয়ে চলুন। কারণ এ ধরনের চুলে বেশি তেল লাগালে চুলের গোড়া আটকে যেতে পারে। এর কারণে মাথার ত্বকে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
তৈলাক্ত চুলের আঠালো ভাব দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
রাতে ঘুমানোর আগে তেল দেবেন না চুলে। গোসলের দুই ঘণ্টা আগে তেল দিন। ভালো করে শ্যাম্পু দিয়ে তেল ধুয়ে ফেলুন গোসলের সময়।
ভেজা চুলে তেল ব্যবহার করবেন না। সবসময় শুকনো ও পরিষ্কার চুলে তেল দিন।