সাধারণত আমরা গোসল করার পরেই খেয়ে থাকি। অনেকে খাওয়ার পরেও গোসল করে। তবে বড়রা আমাদের গোসলেই পরেই খাবার খেতে বলেন। তবে এটা বলার কোনো কারণ আছে কী?কী কারণ আসুন দেখে নেওয়া যাক।
ভরা পেটে গোসল করলে কী ক্ষতি হয় শরীরের:
>> ভরা পেটে গোসল করলে আমাদের শরীরের রক্তসঞ্চালনের গতি ধীর হয়ে যায়। একই সঙ্গে কমে যায় হজম প্রক্রিয়ার মাত্রা। আয়ুর্বেদের মতে, খাবারের পর শরীরের অনেক শক্তির দরকার হয়। তাই দুপুরে খাবারের পর গোসল করা উচিত নয়।
>> রক্তসঞ্চালনে বাধা পড়লে শরীরের তাপমাত্রায় সমস্যা দেখা দেয়। সেই কারণে হজম প্রক্রিয়া কমে যায়। বিশেষজ্ঞরা সেটাই মনে করে।
>>সাধারণত স্নান করার পরেই আমরা খেয়ে থাকি। কিন্তু আবার এমন অনেকেই আছেন যাঁরা খাওয়ার পর স্নান করে থাকেন। এমনটা করলে অনেক সময় বড়রা আমাদের বকা দিয়ে থাকেন। তাঁদের মতে স্নান করে খাওয়া উচিত, উল্টোটা কখনও করা উচিত নয়। এবং এটার জন্য যথাযথ কারণ আছে। কী কারণ আসুন দেখে নেওয়া যাক।