English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

কাঠ বাদামের তেল, ত্বকে কিভাবে লাগাবেন

- Advertisements -

শীতে যখন ত্বক আর্দ্রতা হারায় । এই সময় ব্যবহার করতে পারেন কাঠ বাদামের তেল। এই প্রাকৃতিক উপাদান ত্বকের নানা সমস্যা সমাধান করবে। এর উপকারিতা কী কী এবং কীভাবে ব্যবহার করতে পারেন চলুন জেনে নিই।

উপকারিতা

* কাঠ বাদামের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এটি অ্যান্টি অক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ত্বকের নানা ধরনের সমস্যা সমাধান করে। ফোলাভাব, জ্বালাপোড়া বা লাল হয়ে যাওয়া সমস্যার সমাধান করে। এছাড়া ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এটি হালকা হওয়ায় সহজেই ত্বকের সঙ্গে মিশে যায়।

* নিয়মিত আমন্ড অয়েল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। ত্বক দেখায় তরতাজা এবং শুষ্কভাব কেটে যায়। বিশেষজ্ঞের মতে, এই উপাদান আপনার ত্বককে নরম রাখে।

কীভাবে ব্যবহার করবেন 

অর্ধেক চামচ কাঠবাদামের তেল নিযে এর সঙ্গে ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। কয়েক ফোঁটা জোজোবা অয়েল মেশান এবং সামান্য পরিমাণে গ্লিসারিন। ঘন মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ একটি কটন প্যাডে নিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ মুখে ও গলায় লাগিয়ে নিন। হালকা মালিশ করে নিন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

খেয়াল রাখতে হবে

সংবেদনশীল ত্বকে তেল ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
নিয়মিত ব্যবহার করুন তবে নিয়ম মেনে। পরিমাণ মতো তেল ব্যবহার করুন। অতিরিক্ত কাঠ বাদামের তেল ত্বকের ক্ষতিও হতে পারে। ত্বকে সমস্যা থাকলেও ডাক্তারের পরামর্শ নিন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন