ঈদ চলে এসেছে দোরগোড়ায়। ঈদের কেনাকাটা শেষ করে এখন সময় খানিকটা রূপচর্চা করার। কারণ ঈদের দিন ত্বক সুন্দর তো দেখাতেই হবে। পার্লারে ভিড় শুরু হয়ে গেছে এরই মধ্যে। ভিড়ের মধ্যে গিয়ে সময় নষ্ট করতে না চাইলে ঘরে বসেই করে ফেলুন ফেসিয়াল। জেনে নিন কীভাবে করবেন।
- একটি ছোট পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বকে জৌলুস নিয়ে আসবে এটি।
- তৈলাক্ত ত্বকের জন্য মসুরের ডাল গুঁড়া করে শসার রস মিশিয়ে পেস্ট বানিয়ে মুখের ত্বকে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। স্বাভাবিক ত্বকের জন্য কাঁচা হলুদের সঙ্গে দুধ, মধু ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে লাগান। ১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- কের রোদে পোড়া ভাব দূর করতে কাঁচা দুধ ও ময়দা মিশিয়ে লাগান। পোড়া অংশে অ্যালোভেরার রস লাগালেও দ্রুত উপকার পাবেন।
- ১/৩ কাপ ওটমিল আধা কাপ গরম পানিতে মেশান। কয়েক মিনিট পর ২ টেবিল চামচ দই, ২ টেবিল চামচ মধু ও ১টি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি পাতলা করে লাগান ত্বকে। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- ত্বকের মরা চামড়া দূর করার জন্য স্ক্রাবিং করে নিন। টমেটো স্লাইস করে ত্বকে ঘষে নিন। এতে ব্ল্যাকহেডস ও মরা চামড়া দূর হবে। এরপর মুলতানি মাটির সঙ্গে দুধ অথবা পানি মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। এক মিনিট রেখে ধুয়ে মুছে নিন। ব্যস! হয়ে গেল ৫ মিনিটের ফেসিয়াল।
- দই সরাসরি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ১ চা চামচ দইয়ের সঙ্গে কমলার রস ও অ্যালোভেরা জেল মিশিয়েও তৈরি করতে পারেন চমৎকার ফেসপ্যাক।
- ডিমের কুসুম, এক টেবিল চামচ বেসন ও দুধ দিয়ে তৈরি করতে পারেন প্যাক। মিশ্র ত্বকের জন্য এটি খুব উপকারী।
- ত্বকের সৌন্দর্য বাড়াতে গ্রিন টির জুড়ি নেই। চুলার পাত্র বসিয়ে গ্রিন টি দিয়ে দিন। ফুটে উঠলে বাষ্পটুকু ত্বকে লাগান। এটি সতেজ ভাব নিয়ে আসবে ত্বকে। ফেসপ্যাক তৈরি করার জন্য ১ চা চামচ মধু ও ১ চা চামচ চিনি মেশান গ্রিন টি এর সঙ্গে। মিশ্রণটি চক্রাকারে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ত্বক।
- আধা কাপ পাকা স্ট্রবেরি ও ১/৪ কাপ ভুট্টার মাড় একসঙ্গে চটকে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। ত্বকের ইনফেকশন ও মরা চামড়া দূর করবে এটি। পাশাপাশি উজ্জ্বলতা নিয়ে আসবে ত্বকে।
- শুষ্ক ত্বকে দুধ, মধু, সামান্য পরিমাণ টক দই মিশিয়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আলু চাকা করে কেটে মুখে লাগালেও উপকার পাওয়া যাবে।
- ছোট একটি পাত্রে দুধ নিয়ে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন দুধ ও গোলাপের পাপড়ি একসঙ্গে ব্লেন্ড করে ১ চা চামচ চন্দন মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।