নখের মধ্যে হঠাৎ দেখতে পেলেন সাদা দাগ হয়ে আছে। এ নিয়ে প্রচলিত নানা কথা আছে চারদিকে। ক্যালসিয়ামের ঘাটতি হলে এমন হয় অনেকে বলে থাকেন। অনেক সুস্থ প্রাপ্তবয়স্ক তাদের জীবনের কোনো না কোনো সময় নখের দাগ লক্ষ করতে পারেন। এটি আসলে গুরুতর কোনো রোগের লক্ষণ নয়।
নখের এই সাদা দাগের সাধারণ কারণ হতে পারে নখে আঘাতের কারণে। নখে অস্বাভাবিক দাগ আসলে নানা কারণে হতে পারে। এটিকে বলা হয় ‘পানটেইট লিউকোনিচিয়া’। বিভিন্ন ধরনের লিউকোনিচিয়া রয়েছে। বিভিন্ন কারণে এমনটা হতে পারে। যেমন :
১) অ্যালার্জির সমস্যা
২) ফাঙ্গাস
৩) বংশগত কারণ
৪) নখে ব্যথা পেলে
৫) খনিজে এর ঘাটতি
৬) ত্বকের সমস্যা
৭) কিছু অসুস্থতা
– শরীরে আয়রনের অভাবজনিত রক্তাল্পতা
– লিভার সিরোসিস
– কিডনির ব্যাধি
– হার্ট ফেইলিউর
– ডায়াবেটিস
– প্রোটিন হজমে সমস্যা
– জিঙ্কের অভাব
– হাইপারথাইরয়েডিজম
– সোরিয়াসিস
– ত্বকে চুলকানি
৮) ওষুধ বা বিষক্রিয়ার কারণে