আজ বিজয়া দশমী। আর এদিনে সিঁদুর খেলা সনাতন ধর্মাবলম্বী বাঙালি মেয়েদের কাছে অন্যতম রীতি। এখন শুধু বিবাহিত মেয়েরাই না, এই খেলায় অংশ নেন অবিবাহিত মেয়েরাও। কিন্তু এত আনন্দ, মজার মধ্যে বিপদও আছে। এই সিঁদুর ত্বকের অনেক ক্ষতি করতে পারে। এ জন্য মুখ থেকে ভালোভাবে সিঁদুর তুলে ফেলা জরুরি।
বাজারে তৈরি সিঁদুরে নানা রকম ক্ষতিকর উপাদান থাকে। সিনথেটিক রং, সিসা, মারকিউরি সালফাইট, রো়ডিয়াম বি ডাইয়ের মতো বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সিঁদুরে। সেগুলো ত্বকে বসে গেলে মুখে র্যাশ বের হতে পারে। এতে করে ত্বক ফুলে গিয়ে লালচে দাগ হয়ে যায়। আবার এই সিঁদুরে ক্যামিকেল থাকার কারণে ত্বক অতিরিক্ত শুষ্ক করে তুলতে পারে।
যেভাবে ত্বকের যত্ন নেবেন
১। চেষ্টা করুন ভেষজ সিঁদুর ব্যবহার করার।
২। সিঁদুর খেলার আগে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। বা়ড়িতে তৈরি ফলের প্যাক লাগাতে পারেন। একটি টমেটো, চারটি আঙুর এবং একটি কলার চার ভাগের এক ভাগ নিয়ে চটকে একটি প্যাক বানিয়ে নিন।
তার পরে মুখ ধুয়ে সেটা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তারপর মুখ ধুয়ে ভালোভাবে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এই প্যাক ত্বককে আর্দ্র রাখবে এবং স্বাভাবিক জেল্লাও বাড়াবে।
৩। সিঁদুর খেলার পর ভুলেও সরাসরি পানি বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে যাবেন না। এতে সিঁদুর তো উঠবেই না, উল্টো সারা মুখে ছড়িয়ে যাবে।
তার বদলে মেকআপ রিমুভার দিয়ে সিঁদুর তুলুন। পাশাপাশি বাকি মেকআপও উঠে যাবে। সিঁদুর তুলতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তারপর ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এরপর কোনো ফেস মাস্ক লাগাতে পারেন।
যেমন- অ্যালোভেরা জেল প্যাক বা শিট মাস্ক। কিছুক্ষণ রেখে ধুয়ে পরে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।