English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

শীতে সবচেয়ে বেশি রুক্ষ হয় নাকের চারপাশ, দূর করবেন যেভাবে

- Advertisements -
শীতের রুক্ষ মৌসুমে ত্বকের অবস্থা ঠিক কতটা খারাপ হয়, তা আমরা সকলেই জানি। ক্রিম, ময়শ্চারাইজার, তেল সব ব্যবহারের পরেও ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। তবে সবচেয়ে বেশি সমস্যা হয় নাকের চারপাশের অংশ। যতই ক্রিম লাগান, নাকের চারপাশের অংশ ফাটবেই।

গুঁড়া গুঁড়া হয়ে চামড়া উঠতে থাকে। নাকের চারপাশের ত্বকের এই রুক্ষ-শুষ্কভাব দূর করার জন্য কী কী করতে পারেন, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

শীতকালে আমাদের প্রায় সকলেরই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায় মূলত আবহাওয়ার কারণে।

কারো ক্ষেত্রে ত্বক একটু বেশিই রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। বিশেষ করে নাকের চারপাশের অংশ ফেটে যায়। শীতের মৌসুমে নাকের চারপাশের অংশ এতটাই রুক্ষ-শুষ্ক হয়ে যায় যে গুঁড়া গুঁড়া হয়ে চামড়া উঠতে থাকে। এই সমস্যা দূর করার জন্য নিয়মিত যত্ন প্রয়োজন।

যাদের ত্বক বেশি রুক্ষ-শুষ্ক প্রকৃতির তাদের ক্ষেত্রে একটু বেশি যত্ন এবং নিয়ম মেনে পরিচর্যা প্রয়োজন। আর প্রতিদিনই যত্ন করতে হবে, না হয় ফল পাবেন না।

নিয়মিত পরিষ্কার

সবার আগে মাথায় রাখা দরকার নাকের চারপাশের অংশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ফেসওয়াশ ব্যবহার করুন মুখ ধোয়ার জন্য। আর মুখ ধুয়ে নিয়ে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে অবশ্যই ক্রিম লাগান।

ম্যাসাজ করা

মুখে ক্রিম ব্যবহারের সময় আলাদা করে ক্রিম ম্যাসাজ করতে হবে নাকের চারপাশের অংশে। আলতো হাতে ম্যাসাজ করবেন। জোরে ঘষবেন না। এতে ত্বকের ক্ষতি হবে।

স্ক্রাব করা

নাকের চারপাশের অংশে ক্রিম ও ময়লা যাতে জমতে না পারে সেই জন্য স্ক্রাব করাও জরুরি। ভালো ধরনের স্ক্রাব ব্যবহার করুন। কিন্তু জোরে ঘষবেন না। তাতে ত্বক আরো রুক্ষ হয়ে যাবে।

নিয়ম মেনে স্ক্রাব

শীতের দিনে সপ্তাহে সর্বোচ্চ দুই বার স্ক্রাব করতে পারেন। আর তারপর অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে নাকের চারপাশের অংশে। ত্বকের ধরন অনুসারে স্ক্রাব বেছে নিতে হবে। সেনসিটিভ ত্বক হলে সারাবছর যে প্রোডাক্ট ব্যবহার করেন, সেটাই ব্যবহার করুন।

পুরু ক্রিম ব্যবহার

যাদের ত্বক এমনিতেই খুব রুক্ষ ও শুষ্ক প্রকৃতির তারা শীতকালে নাকের চারপাশের অংশে একটু পুরু ক্রিম ব্যবহার করতে পারলে ভালো। তাহলে সহজে ত্বক রুক্ষ হবে না। ফেটে যাবে না।

গ্লিসারিন

চাইলে আপনি গ্লিসারিনও ব্যবহার করতে পারেন নাকের চারপাশের অংশে। এর ফলে ত্বক নরম ও মোলায়েম থাকবে। পেট্রোলিয়াম জেলি বা ভেসলিনও লাগাতে পারেন। উপকার পাবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন