অ্যাপলের আইফোনের মতো নতুন ফিচার নিয়ে আসছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। এ ইনবিল্ট ফিচারের জন্য ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ট্র্যাক করার জন্য সুবিধা পাওয়া যাবে। গুগল প্লে-স্টোরে রয়েছে Find My Device নামের একটি অ্যাপ। এ অ্যাপ তখনই কাজ করে যখন ফোনের নেট অন থাকে। নেট অফ থাকলে এটা কাজ করে না। এখন এ সমস্যা দূর করার জন্য কাজ করেছে গুগল।
ফোনের লোকেশন দেখতে
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে চুরি হওয়া ফোনটি যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল, সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটি সাইন ইন করতে হবে। এরপর অনেক অপশন আসবে। এর মধ্যে প্লে-সাউন্ড অপশনটি বেছে নিতে হবে। তারপর সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করতে পারা যাবে।