ফোন ও ল্যাপটপের স্ক্রিনে ধুলাবালি জমলে কিংবা ময়লা হলে আমরা হরহামেশাই টিস্যু ব্যবহার করে পরিস্কার করে থাকি। কারণ হাতের কাছে টিস্যুই সাধারণত সবার আগে পাওয়া যায়। কিন্তু এই টিস্যু ব্যবহারে ফোন ও ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার হওয়ার বদলে উল্টো ক্ষতি হতে পারে।
কারণ টিস্যু ব্যবহারের ফলে স্ক্রিনে দাগ পড়তে পারে। এজন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে। সুতির শুকনো কাপড়ও ব্যবহার করা যেতে পারে। ফোন বা ল্যাপটপের স্ক্রিন পরিষ্কারে আরো কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
# ল্যাপটপ বা ফোনের স্ক্রিন পরিষ্কার করার সময় ভেজা বা নোংরা কাপড় ব্যবহার করা যাবে না। অবশ্যই শুকনো ও পরিষ্কার কাপড় বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে।
# কাপড় দিয়ে স্ক্রিন পরিষ্কারের সময় বৃত্তাকার গতিতে পর্দা মুছতে হবে। জোরে চাপ দেওয়া যাবে না। এতে স্ক্রিনের ক্ষতি হতে পারে।
# ল্যাপটপের পর্দা পরিষ্কারের সময় চার্জার খুলে রাখতে হবে। সম্ভব হলে ল্যাপটপ বন্ধ করে রাখা ভালো।
# ল্যাপটপের পর্দার পাশাপাশি ময়লা বা ধুলাবালি জমে কি-বোর্ডে। কি-বোর্ড পরিষ্কারের জন্য তুলো বা টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।
# স্ক্রিন প্রোটেক্টর, কি-বোর্ড প্রোটেক্টর এবং মিনি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা যেতে পারে।
# অ্যালকোহল এবং অ্যামোনিয়া যুক্ত ক্লিনার ও ক্লিনার স্প্রে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।