অধ্যাপক ডা. এসএম বখতিয়ার কামাল: অনেকেরই পায়ের বুড়ো আঙ্গুল বা আঙ্গুলের নখ ত্বকের ভেতর দিকে দেবে যায় এমনকি নখের নিচের মাংসে ঢুকে যায়। একে মেডিকেল পরিভাষায় ইনগ্রোয়িং অব নেইল বলা হয়। গুরুত্ব না দিলে ধীরে ধীরে এই সমস্যায় ব্যথা হয়, দিনের পর দিন ব্যথা বাড়তে থাকে কখনো সংক্রমণ হয় এবং পুঁজও বের হয়ে থাকে।
কারণ
নখ ও এর নিচের ত্বক কেরাটিন নামের প্রোটিন দিয়ে তৈরি। প্রতিনিয়ত কেরাটিনের ঘন স্তর তৈরি হতে থাকে এবং নতুন নখের কলা তৈরি হয়। নিচের কেরাটিন স্তরের সঙ্গে এই নতুন নখের অসামঞ্জস্য দেখা দিলে নখ দেবে যেতে পারে বা দেবে থাকে। দেখা যায, কোনো কারণে আঘাত (যেমন জুতার ঘর্ষণ), ছত্রাক সংক্রমণ, নেইল বাইটিং বা নখ কামড়ানোর অভ্যাস, ভুল পদ্ধতিতে নখ কাটা (নখের কোনা বড় করে রাখা) ইত্যাদি কারণে এই অসামঞ্জস্য দেখা দেয়।
সংক্রমণ ও জটিল সমস্যা হতে পারে
ইনগ্রোয়িংয়ের সমস্যা হলে এতে নিচের মাংস বা ত্বকে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ছত্রাক সংক্রমণ হতে পারে। ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণ হলে তা থেকে পুঁজ বের হতে পারে, এমনকি চিকিৎসা না করালে তা ছড়িয়ে পড়তে পারে আশপাশে ও নিচের হাড়ে এবং নখটির স্থায়ী ক্ষতিও হয়ে যেতে পারে।
ইনগ্রোয়িং হলেই ডাক্তারের কাছে যেতে হবে। তবে প্রথমে বাড়িতে এর যতœ নিতে পারেন। আক্রান্ত স্থানে গরম সেঁক দিন বা হালকা কুসুম গরম পানিতে আঙ্গুল ডুবিয়ে রাখুন দিনে দু’বার করে, ২০ মিনিট।
চেম্বার: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার বিটিআই সেন্ট্রা গ্রান্ড, (২য় তলা) গ্রিন রোড, ফার্মগেট ঢাকা।