কালো আঙুর খেলে স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমন ত্বকের জন্যও উপকারি। ত্বক বিশেষজ্ঞরা বলেন, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই ফলটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে।
চলুন জেনে নেই ত্বকের যত্নে কালো আঙুর ব্যবহারের কিছু ঘরোয়া পদ্ধতি:
শুষ্ক ত্বকের সেরাম হিসেবে: যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে মুখে সেরাম মাখেন। বাজার চলতি সেরাম ব্যবহার করতে না চাইলে কালো আঙুরের রস মাখতে পারেন।
ত্বকের টোনার হিসেবে: মুখে ওপেন পোরস্-এর সমস্যা থাকলে মুখ ধোয়ার পর টোনার ব্যবহার করতে বলেন রূপ বিশেষজ্ঞরা। দোকান থেকে কেনা গোলাপ জল বা টোনার ব্যবহার না করে ব্যবহার করতে পারেন কালো আঙুরের রস।