এসপিএফ বা সানস্ক্রিন রয়েছে এমন প্রসাধনীর ত্বকের জন্য খুবই উপকারি। ত্বকের পাশাপাশি ঠোঁটের যত্নেও এটি হয়ে উঠেছে সমানভাবে জনপ্রিয়। ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করতে সানস্ক্রিন লোশন ব্যবহার করা হয়। তেমনি ঠোঁটের জন্য দরকার সানস্ক্রিন–সমৃদ্ধ লিপবাম।
ঠোঁটের যত্ন নেওয়ার খুব সহজ উপায় হল লিপবাম। লিপবাম ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে বাঁচাতে দরকার এসপিএফ সমৃদ্ধ লিপবাম। এসপিএফ- ৩০ সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রায় ৯৭ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। এসপিএফ সমৃদ্ধ লিপবামে বেশ কিছু উপাদানের প্রতি লক্ষ রাখতে হবে।
*ময়েশ্চারাইজিং
*এসপিএফ
*শিয়া বাটার
*ভিটামিন ই
*গ্লিসারিন
*সুরক্ষা উপাদান
এছাড়াও ঠোঁটের সৌন্দর্য বজায় রাখতে পর্যাপ্ত পানি ও পানি জাতীয় খাবার খাওয়াও খুব জরুরি। শুকনো ঠোঁট দেখতে খারাপ লাগে সেই সাথে শরীরের জন্যও অনেক সমস্যা ডেকে আনতে পারে। তাই সময় মত ঠোঁটের যত্ন নিন।