রেসিপি দিয়েছেন তাহমিনা জামান।যা যা লাগবে
সেমাই ১/২ কাপ
ইভাপোরেটেড মিল্ক ১ ক্যান (৩৫৪ মিলি)
হেভি ক্রিম ১/২ কাপ
চিনি ৩ টেবিল চামচ
খেজুর ৭-৮ টি (চিকন টুকরো করে নেয়া)
কিশমিশ ২ টেবিল চামচ
কাজু, পেস্তা, কাঠ বাদাম প্রত্যেকটি ১০ টি করে (চিকন টুকরো করে নেয়া)
এলাচ গুঁড়া ১ চিমটি
ঘি ১ ১/২ টেবিল চামচ
কিছু শুকনা গোলাপ পাপড়ি, বাদাম (সাজানোর জন্য)
সেমাই ১/২ কাপ
ইভাপোরেটেড মিল্ক ১ ক্যান (৩৫৪ মিলি)
হেভি ক্রিম ১/২ কাপ
চিনি ৩ টেবিল চামচ
খেজুর ৭-৮ টি (চিকন টুকরো করে নেয়া)
কিশমিশ ২ টেবিল চামচ
কাজু, পেস্তা, কাঠ বাদাম প্রত্যেকটি ১০ টি করে (চিকন টুকরো করে নেয়া)
এলাচ গুঁড়া ১ চিমটি
ঘি ১ ১/২ টেবিল চামচ
কিছু শুকনা গোলাপ পাপড়ি, বাদাম (সাজানোর জন্য)
যেভাবে তৈরি করবেন
- প্যানে ঘি গরম দিন। ঘি গরম হয়ে গেলে প্রথমে কিশমিশ ভেজে নিন। কিশমিশ তুলে রেখে এই ঘিতে খেজুর ভেজে প্লেটে তুলে নিন।
- সব শেষে বাদামগুলো ভেজে তুলে নিন। এখন বাকি ঘিয়ের মধ্যে অল্প আঁচে সেমাই ভেজে নিন। ভাজতে ভাজতে সেমাইয়ের রঙ লালচে হয়ে গেলে এর মধ্যে ইভাপোরেটেড মিল্ক বা ঘন দুধ দিয়ে দিন।
- দুধ ফুটে উঠলে দুধের মধ্যে ভেজে রাখা বাদাম, খেজুর এবং কিশমিশ দিয়ে দিন।
এরপর চিনি এবং হেভি ক্রিম দিয়ে সব একসঙ্গে ভাল করে নেড়ে দিন। - সেমাই ঘন হয়ে গেলে এর মধ্যে ১ চিমটি এলাচ গুঁড়া দিয়ে চুলা বন্ধ করে দিন।
- এখন সেমাই ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। উপরে বাদাম কুঁচি, খেজুর এবং শুকনো গোলাপ পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার শির খুরমা।