কোঁকড়া চুল অথবা অবাধ্য চুল সাজানোর সহজ উপায় হতে পারে মেসি বান। মেসি বান এক ধরনের খোঁপা। একটু আলগা ভাবে করতে হয় যেন অগোছালো দেখায়। সঙ্গে জুড়ে দেওয়া যায় হাল্কা এবং সুন্দর একটা কাঁটা।
বাঙালি নারীরা গায়ে হলুদের দিনে এমন খোঁপা বাঁধেন। এছাড়াও দৈনন্দিন সাজেও মেসি বান জনপ্রিয়। শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে এই খোঁপা বেশ মানায়। হাইলাইট করা চুলের জন্যও অগোছালো খোঁপা বা মেসি বান সেরা।
খোঁপা করার আগে যা করতে হবে
গোসল করে চুল শুকিয়ে নিন। চুল ভালোভাবে আঁচড়ে নিন। চাইলে হালকা ব্যাককম্ব করে স্প্রে ব্যবহার করে নিতে পারেন। এতে চুল ফুলে থাকে।
মেসি বান খোঁপা বাঁধার তিন ধাপ জেনে নিন।
প্রথম ধাপ: চুলগুলো একটি ব্যান্ড দিয়ে বেঁধে ফেলুন। এই খোঁপা মাথার উপরের দিকে, নিচে বা বামপাশের দিকে করতে পারেন। আপনি যেমনটা চান সেদিকে বাঁধুন।
দ্বিতীয় ধাপ: আপনার চুল পেঁচিয়ে পনিটেলের গোড়ার চারপাশে ঘুরান।
তৃতীয় ধাপ: একটি ব্যান্ড দিয়ে খোঁপা বাঁধুন। খোঁপার চুল টেনে টেনে ববি পিন লাগিয়ে নিন। ব্যাস, খুব সহজেই হয়ে গেল স্টাইলিশ মেসি বান।
চুলে মেসি বান খোঁপা করলে হালকা গয়না পরতে পারেন। বেশি গয়না এই খোঁপার সঙ্গে বেমানান মনে হতে পারে।