ভিটামিন ই, এ, সি-এর মতো উপাদানে ভরপুর অ্যালোভেরা।
তাই অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি ত্বকে মাখলেই বেশি উপকার পাওয়া যায়।
তবে আগে সরাসরি ত্বকের অল্প স্থানে লাগিয়ে নিতে পারেন, যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে না তাহলে পুরো মুখেই লাগাতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন
গাছ থেকে পাতা কেটে এক গ্লাস পানিতে অ্যালোভেরার পাতা ডুবিয়ে রাখুন। হলুদ রসটা বেরিয়ে গেলে পাতার খোসা ছাড়িয়ে নিন। এরপর জেল বের করে ব্লেন্ডারে পেস্ট করে নিন।
বরফ তৈরির ট্রেতে পেস্টটি ঢেলে বরফ বানিয়ে নিতে পারেন। এরপর একটি করে কিউব ফ্রিজ থেকে বের করে মুখে লাগাতে পারেন।