বগুড়ায় যত দিন যাচ্ছে ততো করোনা আক্রান্ত ও মারা যাওয়ার সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই থামছে না করোনায় মৃত্যু সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বগুড়ায় নতুন করে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৫৫৩টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বগুড়া সদর উপজেলায় ১১৪, শেরপুরের ১৪, গাবতলীতে ১২, শিবগঞ্জে ১১, ধুনটে ৮, শাজাহানপুরে ৮, নন্দীগ্রামে ৬, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৫, সারিয়াকান্দি ৫, কাহালুতে ৩ এবং সোনাতলায় একজন।
জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৪৯জন এবং ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৯৩৬ জন চিকিৎসাধীন রয়েছে।