English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

এখনই জরুরি সহায়তা নিয়ে ভারতের পাশে বাংলাদেশের দাঁড়ানো উচিত: ইমরান এইচ সরকার

- Advertisements -

এখনই জরুরি সহায়তা নিয়ে ভারতের পাশে বাংলাদেশের দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ইমরান এইচ সরকার। সোশ্যাল হ্যান্ডেলে ইমরান লিখেছেন, ‘ভারতে এখন ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। চিকিৎসাসহ সব ধরনের সাপ্লাই-চেইন কার্যত অচল হয়ে গেছে। চারিদিকে শুধু লাশ আর লাশ।’

তিনি বলেন, এমন দুর্দিনে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের কিছু মানবিক দায়িত্ব রয়েছে। সৌদি আরব এতদূর থেকে যদি জরুরি অক্সিজেন পাঠিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে আমরা কেন পারছি না?’

ইমরান বলেন, ‘আমাদের উচিত এখনই জরুরি সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো। কিছু অসভ্য মানুষ হয়তো এটা নিয়েও নোংরামি করবে! তাতে কী আসে যায়!’

ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়ছে। হঠাৎ যেন বিশ্বরেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতেছে ভারত। গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্ত হয়েছিল সেখানে। এবার সাড়ে তিন লাখ রোগী শনাক্তের মহারেকর্ডও নিজেদের করে নিল তারা।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন। ভারতীয় মেডিক্যাল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) তথ্যমতে, গত রবিবার পর্যন্ত দেশটিতে মোট ২৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৬৭টি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন