যশোরের বাঘারপাড়ায় বজ্রপাতে আদরী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) উপজেলার জহুরপুর ইউনিয়নের পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটনা।
নিহত আদরী বেগম (৩৫) জহুরপুর ইউনিয়নের পুকুরিয়া এলাকার মাহাবুর রহমানের স্ত্রী। এই দম্পত্তির দুই ছেলের মধ্যে, আফ্রিদি হোসেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণিতে ও অপু বিশ্বাস স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
জহুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সোনালী খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ওই গৃহবধূ সম্পর্কে তার বৌমা। বুধবার বিকেল ৪টার দিকে পুকুরিয়া এলাকায় বৃষ্টি হচ্ছিল। তখন আদরী বেগম বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যান।