মাগুরা শহরতলীর ভায়না মুন্সিপাড়া থেকে ফাতেমা বেগম (৪৫) নামের এক গৃহবধূ গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বিকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।
ফাতেমা বেগম ভায়না মুন্সিপাড়া এলাকার ওহিদুজ্জামান অনু মুন্সির দ্বিতীয় স্ত্রী।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন নিরাপদ নিউজকে জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ বিকেলে গৃহবধূর শয়নকক্ষ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে।
এ সময় তার একটি হাতও শরীর থেকে বিচ্ছিন অবস্থায় পাওয়া যায়। পুলিশের প্রাথমিকভাবে ধারনা করছে পরিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ হত্যার রহস্য উদঘাটনে গৃহবধূর স্বামীসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি হত্যাকান্ডের কারন অনুসন্ধানে গোয়েন্দা তৎপরতা চলছে।
ওসি আরো জানান, অনু মুুন্সি ছয় মাস আগে ফাতেমাকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।